রাবিতে ‘অমর একুশে গ্রন্থ কুটির’ বইমেলা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী বইমেলা ‘অমর একুশে গ্রন্থ কুটির’ ২০২৪।

আজ রবিবার( ১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এ মেলার আয়োজন শুরু হয়।

রাবি সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সায়েম আলমের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলার আয়োজকরা জানান, চার দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এটি। এবারের বইমেলায় রয়েছে ২০টি স্টল। যেখানে প্রায় ২০,০০০ বই আছে। বাংলা উপন্যাস, বাংলা কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামী বই, কমিকস, শিশুতোষ ও কিশোর সমগ্র, অলিম্পিয়াডের বই, ছোটদের মজার বই, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, রাজনৈতিক বই, ইতিহাসের বই, বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স। সেই সঙ্গে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের স্বনামধন্য শিক্ষক, শিক্ষার্থী ও লেখক-লেখিকাদের লিখিত বই নিয়ে একটা বিশেষ স্টল।

এছাড়াও বেশ কিছু প্রকাশনী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রথমা প্রকাশন, জ্ঞানকোষ প্রকাশনী, বাতিঘর প্রকাশনী, পারিজাত প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনা ও লাইব্রেরিসমূহ।

রাবি সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সায়েম আলম বলেন, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে রাবি সায়েন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর আমরা বই মেলা করে থাকি। অনলাইনে আসক্তির এই সময়ে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ ধরে রাখতে এবং আন্তর্জাতিক মাতৃভাষাকে স্মরণ করেই আমাদের বইমেলার আয়োজন।

মেলার উদ্বোধনী রাবি সায়েন্স  ক্লাবের সাধারণ সম্পাদক  শেখ সৈকতের সঞ্চালনায় উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম, প্রফেসর ড. মো. হুমায়ুন কবির, প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রফেসর ড. মো. তারিকুল হাসান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //