মেস মালিকদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস মালিকদের দৌরাত্ম্য বন্ধ এবং ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইডস অ্যাসোসিয়েশন।

আজ রবিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্টুডেন্ট রাইডস অ্যাসোসিয়েশনের আহবায়ক অধ্যাপক ড. শাহিন জোহরা বলেন, মেস মালিকদের অসহযোগিতার কারণে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা নানাভাবে হয়রানীর শিকার হন। মেস মালিকরা অতিরিক্ত টাকা দাবি করে বসে, যা মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য কষ্ট হয়ে যায়। এসময় যারা আবাসন ব্যবসা করে তাদের তাদের দৌরাত্ম্য সম্পর্কে প্রশাসন অবগত হয়ে তাদের জন্য ব্যবস্থা নেওয়া উচিত। মেস মালিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন একটা সুন্দর সুরাহা করে আবাসন সমস্যার সমাধান করে।

কোষাধ্যক্ষ অনিক আহমেদ বলেন, এটা কেমন সংস্কৃতি একটা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে এসে প্রতি রাতে ১ হাজার টাকা দাবি করে মেস মালিকরা। মেস মালিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা জড়িত হয়ে এসব কর্মকাণ্ডে চালায়। গতবছর নজরুল ইসলাম মিলনায়তনে থেকে চারুকলায় যেতে ৩০০ টাকা নিয়েছে রিকশা চালাক। যা একটা অমানবিক কর্মকাণ্ড। 

স্টুডেন্ট রাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি সজিব মেহেদীর সঞ্চালনায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //