দাবদাহে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জবির

দাবহাদের কারণে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এসময় যেসব বিভাগের পরীক্ষা চলছে তা স্থগিত করা হয়েছে।

আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টায় জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম।

আইনুল ইসলাম জানান, চলতি সপ্তাহে সকল বিভাগের সব ক্লাস অনলাইনে হবে। রুটিন অনুযায়ী পরীক্ষা থাকলে সেগুলো স্থগিত থাকবে, এ পরীক্ষাগুলো রিশিডিউল করা হবে।

কয়েকদিন ধরেই সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে কয়েকটি জেলায়। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহের সতর্কবার্তা (হিট অ্যালার্ট) জারি করেছে। এমন পরিস্থিতিতে ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। শিক্ষক-অভিভাবকদের দাবির মুখে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //