তাপমাত্রা সহনীয় দাবি প্রশাসনের, রাবিতে ক্লাস চলবে সশরীরে

দেশে তীব্র তাপপ্রবাহের মধ্যেও সশরীরে ক্লাস-পরীক্ষা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

গতকাল রবিবার (২১ এপ্রিল) দুপুরে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রনব কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে বলেন, ‘মাউশির নির্দেশনায় তাপদাহের কারণে স্কুল-কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরই আজ উপাচার্যের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, যেহেতু বর্তমানে রাজশাহীর তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে তাই আগামী ৩০ তারিখ পর্যন্ত বিশ্ববিদয়ালয়ের সকল কার্যক্রম যথারীতি নিয়মে চলবে। এরপর ১ মে সরকারি ছুটি ও ৩ মে থেকে  গ্রীষ্মকালীন অবকাশে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখানে শুধুমাত্র ২ মে খোলা থাকবে। তবে এদিন ক্লাস স্থগিত থাকবে কিন্তু পরীক্ষা যথারীতি চলবে।’

উল্লেখ্য, গতকাল দেশের প্রাথমিক-মাধ্যমিক স্কুল ও সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান সাতদিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //