হাবিপ্রবিতে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনোভেশন টিমের উদ্যোগে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৮ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা ভবনের নিচ তলায় উক্ত ইনোভেশন শোকেসিং এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনোভেশন টিমের আহবায়ক ও আই.আর.টির পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

স্বাগত বক্তব্য প্রদান করেন ইনোভেশন টিমের সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট ড. মো. আজিজুল হক।

এসময় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া ও উদ্ভাবিত প্রযুক্তি স্টলে প্রদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষক সমিতিসহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপাচার্য মহোদয় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। পরবর্তীতে দুপুর ২.৩০ টায় একই স্থানে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়।

বিচারক প্যানেলের রায়ে প্রথম পুরস্কার অর্জন করে মেডিকাল সেন্টার, দ্বিতীয় পুরস্কার অর্জন করে পরিবহণ ও যন্ত্র মেরামত শাখা এবং তৃতীয় পুরস্কার অর্জন করে জার্নাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //