ড্যাফোডিলে ‘মহাবিশ্বে আমরা কোথায়’ শীর্ষক সেমিনার

ড্যাফোডিল স্মার্ট সিটিতে স্থাপিত দেশের প্রথম এস্ট্রোফিজিক্স সেন্টারে ‘মহাবিশ্বে আমরা কোথায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন বিজ্ঞান বক্তা আসিফ। 

মানব সভ্যতার উন্নতির সাথে সাথে মহাকাশ বিষয়ে মানুষের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গির প্রসার ঘটেছে। এক লাখ আলোকবর্ষ ব্যাসের ছায়াপথের কেন্দ্র থেকে পঁচিশ হাজার আলোকবর্ষ দূরত্বে আমাদের এই সৌরজগৎ। যা ছায়াপথকে প্রদক্ষিণ করছে। মানুষ মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়েও বিশ্বকে জানার ও বুঝার চেষ্টা করে যাচ্ছে-এমনই অনেক আকর্ষণীয় বিষয় সেমিনারে আলোচিত হয়েছে।  

মহাকাশ বিজ্ঞানের গবেষণার ক্ষেত্র তৈরিতে অ্যাস্ট্রোনমি ও এস্ট্রোফিজিক্স ডিপার্টমেন্ট চালু করার পরিকল্পনার কথা জানালেন সেন্টারের পরিচালক প্রফেসর আরিফ। 

সেমিনারে আরো বক্তব্য রাখেন আহসান হাবীব এবং প্রায় শতাধিক শিক্ষার্থী অত্যন্ত আগ্রহ নিয়ে এই সেমিনার উপভোগ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //