কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে শিক্ষার্থীদের ১১৮ নম্বর রুম থেকে রেসকিউ টিম একটি দুধরাজ সাপ উদ্ধার করে।
গতকাল রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০ টায় রেসকিউ টিমের সদস্যরা সাপটিকে হল থেকে উদ্ধার করে।
হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যা ৭ টায় তারা সাপটিকে হলের সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখে চিৎকার করলে সাপটি হলের ১১৮ নম্বর রুমে ঢুকে পরে।
পরবর্তীতে বিষয়টি হলের আনসার সদস্যকে জানালে তিনি রেসকিউ টিমের সাথে যোগাযোগ করলে প্রায় ৪ ঘণ্টা পর রেসকিউ টিম এসে রাত সাড়ে ১০ টায় উদ্ধার করে সাপটিকে।
রেসকিউ টিমের সদস্য নজরুল ইসলাম অয়ন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমার বাসার দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার, আমি সন্ধ্যা সাড়ে ৭ টায় ফোন পাই এবং তাদের বর্ণনা অনুযায়ী আমি ধারণা করেছিলাম সাপটি পদ্মগোখরা, যেহেতু কয়েকমাস আগেও বিশ্ববিদ্যালয় থেকে আমি পদ্মগোখরা সাপের ডিম উদ্ধার করেছিলাম। আজকে এসে যখন সাপটিকে উদ্ধার করি তখন বুঝলাম এটি পদ্মগোখরা নয় দুধরাজ সাপ, যা একদমই নির্বিষ। আতঙ্কের কোন কারণ নেই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১৭তম আবর্তনের হিসাববিজ্ঞান বিভাগের এবং হলের ১১৮ নম্বর রুমের শিক্ষার্থী কিকিউ মারমা লিলি বলেন, আমি সাপটিকে দেখতে পাইনি, যেহেতু আমি সন্ধ্যায় ঘুমিয়ে ছিলাম। রুমে আমি এবং আমার আরো একজন রুমমেট ছিল। দুজনেই ঘুমুচ্ছিলাম। হঠাৎ রুমের বাহির থেকে মেয়েদের চিৎকারে ঘুম ভাঙলে শুনি আমাদের রুমে সাপ ঢুকেছে। আতঙ্কে তৎক্ষণাৎ আমরা রুম থেকে বেরিয়ে গেলে ডায়নিং এর কুক হাই মামা আর আনসার সদস্য আমাদের রুমের দরজা জানালা বন্ধ করে দেন যেন সাপটি অন্যত্র পালাতে না পারে। এরপরই আমরা রেসকিউ টিমে কল করে জানাই এবং হলের প্রভোস্ট ম্যাম কেও অবগত করি।
এ নিয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগারের সঙ্গে রাত সাড়ে ৯ টায় যোগাযোগ করলে তিনি জানান, আমি হলের শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি অবগত হয়েছি এবং সকলকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছি। রেসকিউ টিমের সাথে যোগাযোগ হয়েছে তারা দ্রুত সাপটিকে উদ্ধার করবে।
উদ্ধার পরবর্তী সময়ে যোগাযোগ হলে হল প্রভোস্ট বলেন, বিষয়টি নিয়ে এতক্ষণ যাবত আমি নিজেও খুব দুশ্চিন্তায় ছিলাম। এ বিষয়ে আগামীকাল কথা বলব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh