ইডেনে ছাত্রলীগের হামলা, হাসপাতালে ভর্তি ৫ শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বের করা ইডেনে মহিলা কলেজের শিক্ষার্থীদের মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। এ ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচজন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

আজ সোমবার (১৫ জুলাই) সোয়া ১১টায় ইডেন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কলেজ গেট থেকে বের হতে চাইলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সায়মা আফরোজ, শাহিনুর সুমি, সানজিদা হক, ফাহমিদা মীম, সুমাইয়া শায়না, সুরাইয়া ইসলাম ও তামান্না হক।

জানা যায়, কলেজ ছাত্রলীগের সভাপতি তান্নামা জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হন। এর আগে ছাত্রলীগ নেত্রীরা কলেজ গেটে তালা দেয়। পরে শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের রাজু ভাস্কর্যের সমাবেশে যোগদান করে।

প্রত্যাক্ষদর্শী একাধিক সূত্র জানায়, প্রথমে অল্প কিছু সংখ্যক কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে মিছিল করতে থাকে। এর কিছুক্ষণ পরেই ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তান্নামা জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে মিছিল নিয়ে বের হয়ে শিক্ষার্থীর ওপরে হামলা করে ক্যাম্পাস থেকে বের করে মূল গেটে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় হলগুলো থেকে একে একে মেয়েরা বেরিয়ে এসে মূল ফটকে জড়ো হতে থাকে। পরে সাধারণ শিক্ষার্থী গেট ভেঙে বেরিয়ে আসে।

আহত এক শিক্ষার্থী বলেন, আমরা প্রথমে কম ছিলাম। তখন ছাত্রলীগের নেত্রীরা তাদের দলবল নিয়ে আমাদের হামলা করে। তারা ৭-৮ জন মিলে একেকজনকে মারতে শুরু করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //