রাজু ভাস্কর্যের সামনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগ। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার (১৫ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে দেড়টার দিকে প্রায় ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থীর একটি মিছিল রাজু ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম থেকে প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের দাবির কর্মসূচিতে অংশ নিলে হামলার শিকার হয় তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক জবি শিক্ষার্থী জানান, আমরা রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করছিলাম। একপর্যায়ে সূর্যসেন হলে আমাদের আন্দোলনকারীরা আটকে থাকার খবর আসলে আমরা হলের দিকে যেতে থাকি। কিন্তু ঢাবির ভিসি চত্বরের সামনে আসলে হেলমেট পরিহিত ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে ছাত্রলীগের কর্মীরা।
তিনি আরো জানান, হামলায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূরনবী সিদ্দিক জানান, আমরা মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে গেলে এলোপাথাড়ি বাঁশ দিয়ে পেটানো শুরু করে ছাত্রলীগের কর্মীরা। আমরা হামলা থেকে বাঁচার জন্য বাসের মধ্যে আশ্রয় নিলে নামার সময় এক এক করে মারতে শুরু করে।
পরবর্তীতে জবির অনেক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলেও পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে প্রাথমিক সেবা প্রদান করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh