জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সব ছাত্রীদের আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টার আগে হল ত্যাগের নির্দেশ দিয়েও সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন। শিক্ষার্থীদের দাবি, তোপের মুখে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে হল প্রশাসন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার জানান, যারা হলে থাকতে ইচ্ছুক থাকতে পারবে, যারা থাকতে চায় না তারা যেতে পারবে। হলের সব সুযোগ সুবিধা স্বাভাবিক থাকবে। আগের মতো থাকবে নিরাপত্তা ব্যবস্থাও।
এর আগে হল ছাড়তে নির্দেশ দিলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হল প্রভোস্টসহ হাউজ টিউটরদের হলের অফিস কক্ষে প্রায় এক ঘণ্টা আটকে রাখে।
ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার ও হাউজ টিউটরগন প্রতিটি ফ্লোরে ফ্লোরে যেয়ে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশনা দেন। তবে সাধারণ শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল হল ছাড়ার নির্দেশনা বাতিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল প্রশাসন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh