কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক সব শিক্ষার্থীর মুক্তির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষকরা। সেই সঙ্গে মৃত্যু, নির্বিচারে গ্রেপ্তার ও ছাত্র ও সাধারণ মানুষের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভাগটির শিক্ষকেরা।
আজ রবিবার (২৮ জুলাই) শিক্ষকদের পক্ষে বিভাগের চেয়ারম্যান জেরিন আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
এতে শিক্ষকরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকরা বৈষম্যমূলক নিয়োগ নীতির বিরুদ্ধে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের ফলে অপূরণীয় জীবনহানি, নির্বিচারে গ্রেপ্তার ও ছাত্র ও সাধারণ মানুষের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের ছাত্র মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) গ্রেপ্তার হওয়ায় আমরা বিশেষভাবে বিচলিত। আমরা আটক অন্যান্য ছাত্রদের সাথে তার অবিলম্বে মুক্তির আহ্বান জানাই।
ওই বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে সংযম দেখানোর এবং যারা আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই। আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সমর্থন করি এবং আশা করি আলোচনার মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো হবে, বলে আশা করি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মুক্তির দাবি উদ্বেগ প্রকাশ ঢাবি ইংরেজি বিভাগের শিক্ষকদের ঢাবি শিক্ষা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh