শিক্ষার্থী নিপীড়নে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের নিন্দা

শিক্ষার্থীদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ।

গতকাল শুক্রবার (২ আগস্ট) নিপীড়নবিরোধী শিক্ষক সমাজের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুলাই থেকে দেশে প্রথমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং পরবর্তীকালে দেশের সর্বত্র বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ওপর হত্যা, নিপীড়ন ও নির্যাতনের নজিরবিহীন ঘটনা ঘটছে। এযাবৎ অন্তত দুইশত জনের অধিক মৃত্যুর খবর দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কর্তৃক নিশ্চিত করা হয়েছে। গুলিতে ও আঘাতে অনেকে ইতোমধ্যে চোখ হারিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন ছাত্রহত্যা ও ছাত্রনিপীড়নের ঘটনা স্বাধীনতা যুদ্ধের সময় ব্যতীত কোনো সময়ে এমনকি কোনো সামরিক সরকারের সময়েও ঘটার নজির নেই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা একইরূপ হামলার শিকার হয়েছে। রাষ্ট্রের জনগণের পয়সায় কেনা বন্দুকের বুলেটে এভাবে শিশু, নারী ও ছাত্রজনতার বুক ঝাঁঝরা হয়ে যাওয়ার ঘটনা আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। এমন ঘটনার প্রতি ঘৃণায় আমাদের সমগ্র অস্তিত্ব রি রি করছে। এখানেই শেষ নয়। রাজপথে, বাড়ির ছাদে এমনকি নিজ ঘরের জানালায় দাঁড়ানো শিশুকে হত্যার পরে আজ সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের বাড়ি বাড়ি হানা দিয়ে, মেসে মেসে হানা দিয়ে এবং এমনকি পাবলিক পরিবহনে মোবাইল চেকিং করে গ্রেপ্তার করা হচ্ছে। এমন নিপীড়নের ব্যাপকতায় সাধারণ শিক্ষার্থীরা আজ দিশেহারা। আমরা অবিলম্বে এই সকল নিপীড়ন বন্ধের দাবি জানাই। একইসাথে এও জানাচ্ছি যে, ভবিষ্যতে এই আন্দোলনে যুক্ত কোনো মানুষকে যেনো আইনের বেড়াজালে বা কোনোভাবে হয়রানি করা না হয়। যখন আমরা এই বিজ্ঞপ্তি লিখছি হয়তো তখনো একই কায়দায় আইন শৃঙ্খলা বাহিনী কাউকে হয়রানি করছে, কাউকে গুলি করছে। আমাদের পরিষ্কার কথা এসব পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে।

এছাড়াও আবু সাঈদ-সহ সকল হত্যার বিশ্বাসযোগ্য তদন্তের মাধমে দ্রুত বিচার দাবি করছি। বিশেষ করে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর যে দৃশ্য দেশের কোটি কোটি মানুষ দেখেছে, সেই কোটি মানুষের দেখা সত্যকে সরিয়ে দিয়ে পুলিশের এফআইআরে যে নির্লজ্জ মিথ্যাচার করা হয়েছে এমন জঘন্য সকল মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। একইসাথে শিক্ষার্থী হয়রানি ও শিক্ষার্থী নিপীড়ন বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দিয়ে অতিসত্বর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্রসমাজের দাবির সাথেও আমাদের একাত্মতা ঘোষণা করছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //