সরকার পরিবর্তনের পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি অধ্যাপক ডা. জামাল ভুঞাকে ছুটিতে পাঠানোর পরও ক্যাম্পাসে উত্তেজনা চলছে। পদত্যাগের ৪৮ ঘণ্টা সময়সীমা পার হওয়ার পর আজ সোমবার (১২ জুলাই) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ভিসির ছবিতে আগুন দেয়। এর আগে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা।
জানা যায়, কর্মসূচি পালনকালে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ক্যাম্পাসে প্রবেশ করলে তাদেরকে ধাওয়া করা হয়।
পরে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলামের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়ক গোলাম মুর্তজা ও সিকৃবির সমন্বয়ক আজিজুল হক আজাদের নেতৃত্বে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন ছাত্ররা।
দাবিগুলো হলো- ক্যাম্পাসে লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, ক্যাম্পাসের সব কার্যক্রম চালু, আবাসিক হল সমূহ খুলে দিয়ে নিরাপত্তা নিশ্চিত, দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ চালু করা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের লেজুড়ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, বৈধ ছাত্রদের হলে সিট প্রদানের ব্যবস্থা, অছাত্রদের দ্রুত নোটিশের মাধ্যমে হল ত্যাগের নির্দেশ দেওয়া ও যে সব ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী দ্বারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হুমকি, মারধর ও হয়রানির শিকার হয়েছে তাদেরকে পদত্যাগ ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন জামাল উদ্দিন দায়িত্ব পাওয়ার পর কিছু শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে নিয়োগ বাণিজ্য, স্বজন প্রীতি ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
এদিকে, ভিসি জামাল উদ্দিন ভুঞা জানিয়েছেন, তার দ্বারা কেউ হয়রানির শিকার হননি। পদত্যাগের বিষয়ে তিনি জানান, নির্দেশনার অপেক্ষা করছেন। কর্তৃপক্ষ চাইলে পদত্যাগ করবেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh