বন্যার্তদের পাশে ইবির শিক্ষক-শিক্ষার্থীরা

বন্যার্তদের সহায়তায় একদিন বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তারা।

আজ শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত বৃহস্পতিবার থেকে বন্যার্তদের সহায়তায় কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহ করছে। এছাড়াও শিক্ষার্থীরা পোশাক, শুকনো খাবার ও ঔষধসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে প্রতিনিধি দলের মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় পাঠিয়েছে।

অন্যদিকে জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যার্তদের সাহায্যে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের পূজা উদযাপন পরিষদ। সংগঠনটি জানান, এবার তারা শোভাযাত্রার আয়োজন না করে যতটা সম্ভব কম খরচে জন্মাষ্টমী উদযাপন করে সেখান থেকে একটি অংশ বন্যার্তদের সাহায্যের ফান্ডে ব্যয় করবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //