হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ-২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত হাবিপ্রবিসাসের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত সমিতির সদস্যরা ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি হিসাবে মো. গোলাম ফাহিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসাবে মো. তানভীর হোসাইন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি গোলাম ফাহিমুল্লাহ দৈনিক যায়যায়দিন পত্রিকার হাবিপ্রবি প্রতিনিধি । সাধারণ সম্পাদক তানভীর হোসাইন টিভি চ্যানেল বাংলাভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের রিয়া রানী মোদক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের মো. সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির রাহাত হোসাইন, দপ্তর সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমসের মো. রাফিউল হুদা, অর্থ সম্পাদক পদে দৈনিক ভোরের বাণীর মো. আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এই-সময়ের তালহা হাসান।
এছাড়াও কার্যকরী সদস্য পদে জনতার বার্তার কামরুল হাসান, দৈনিক বাংলাদেশের চিত্রের হায়দার আলী এবং আলোর সংবাদের সিনথিয়া রহমান সানু। এগারো সদস্যের এই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছে।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান এবং হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুবাশ্বির।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh