এবার উপ-উপাচার্য (শিক্ষা) নিয়োগের দাবি ঢাবি শিক্ষার্থীদের

রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশাকে নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এবার উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে ফের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন শেষে সচিবালয়ে অভিমুখে পদযাত্রা করেন। কথা রয়েছে সচিবালয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বরাবর একটি স্মারকলিপি দেবেন তারা যেন অবিলম্বে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, দলীয় শিক্ষক আমরা আর চাই না। ভিসিকে নিয়োগ দেওয়ার সময়ও আমরা দেখেছি, একটি মহল ব্যাপক মহড়া দিয়েছে। এই মহড়া আর দিতে দেওয়া চলবে না। নয় দিন পার হতে চলল আজও তার প্রজ্ঞাপন হলো না কেন? অক্সফোর্ড থেকে যিনি পিএইচডি করেছন, ৫৩টি জার্নালে যার গবেষণাপত্র আছে, অবিলম্বে তাকে আমরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে চাই।

আরেক শিক্ষার্থী জাবির বলেন, একজন নির্দলীয় মানুষ যখন প্রো-ভিসি হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন, এমন খবর ছড়িয়ে পরার পরপর কোন অদৃশ্য শক্তি তাকে আটকে দিল। আমরা চাই না কোন, রাজনৈতিক দল এসে ঘাঁটি গাড়ুক এবং প্রো-ভিসি হিসেবে নিয়োগ পাক।

এসময় শিক্ষার্থীরা ‘লবিং না মেধা? মেধা মেধা’, ‘প্রোভিসির প্রজ্ঞাপন দিতে হবে, দিয়ে দাও’-সহ নানা ধরনের স্লোগান দেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নিয়োগে মানববন্ধন কর্মসূচি এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এর কিছুক্ষণ পরপর অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশাকে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে উপাচার্য, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলকে উপ-উপাচার্য নিয়োগে সম্মতি দেন রাষ্ট্রপতি। উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হলেও, আটকা রয়েছে উপ-উপাচার্য (শিক্ষা) পদের নিয়ো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh