জবি শিক্ষার্থী সৈকতের নাটকের প্রদর্শনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী আদনান মাহমুদ সৈকত নির্মিত ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ অভিষেক নাটকের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নাটকটি প্রথম প্রদর্শিত হয়। নাটকটির মাধ্যমে আদনান মাহমুদ সৈকতের বঙ্গতে অভিষেক হয়। আগামী ৬ সেপ্টেম্বর দেশের স্বনামধন্য ওটিটি প্লাটফর্ম বঙ্গোতে নাটকটি মুক্তি পেতে চলেছে।

নাটকটিতে অভিনয় করেছে, আদনানের চরিত্রে পার্থ শেখ, জিনিয়া চরিত্রে মারিয়া হোসেন শান্ত, তারেক চরিত্রে হানিফ পালোয়ান, জেসমিন চরিত্রে তাসপিয়া ইসলাম, বন্ধু হিসেবে মুস্তাফিজ তোফা ও বাড়িওয়ালার চরিত্রে শফিকুল ইসলাম।

এসময় পরিচালক আদনান মাহমুদ সৈকত বলেন, ২০১৬ সাল থেকে আমি কনটেন্ট নির্মাণের সাথে জড়িত। ২০২২ সালে আমি প্রথম কনটেন্ট তৈরি করি। ২০২২ থেকে ২০২৪, দুই বছর লেগেছে আমার একটা কমার্শিয়াল কাজ করতে। কিন্তু আমি অনেক খুশি কাজ করার জন্য আমি একটা ভালো টিম পেয়েছি, যাদের সাহায্যে এই কাজটি করতে পেরেছি। আশা করি সামনে আরো ভালো কোন কাজ নিয়ে আশবো আপনাদের কাছে।

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক বজলুর রহমান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক রাগিব রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //