রাবির নতুন প্রক্টর ড. মো. মাহবুবর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসাবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৮ আগস্ট  সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এতে প্রক্টর ও সহকারী প্রক্টরের পদ শূন্য হয়। শূন্য পদ পূরণে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন।

প্রসঙ্গত, অধ্যাপক মো. মাহবুবর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ১৯৯৯ সালে স্নাতক ও ২০০০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৪ সালে তিনি রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে যথাক্রমে ২০০৭, ২০১২, ২০১৭ সালে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh