চ্যালেঞ্জ কোনো বিষয় নয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা: কুয়েটের নবনিযুক্ত ভিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, প্রতিষ্ঠানের জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি। ১৫ বছরের জঞ্জাল ১৫ দিনে সমাধান করা সম্ভব নয়। এজন্য আমাকে সময় দিতে হবে। কুয়েটে কেউ দুর্নীতি করলে পার পাবে না। চ্যালেঞ্জ কোনো বিষয় নয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা। 

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কুয়েটকে আমি ভাল একটি অবস্থানে নিয়ে যেতে চাই। কুয়েটে আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমি নিজের কাছে শতভাগ স্বচ্ছ। কে কী বলল তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি দ্রুততার সাথে কাজ করি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন অনিয়ম হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। কুয়েটকে আরো ভালো স্থানে নিয়ে যেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস। 

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ভাইস চ্যান্সেলর বলেন, আবাসিক হলে কোনো বহিরাগত থাকবে না। শিক্ষার্থীদের আবাসিক হলের সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে।

মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা। সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক শেখ দিদারুল আলম, মুন্সী আবু তৈয়ব, এরশাদ আলী, মো. রাশিদুল ইসলাম, মো. সোহরাব হোসেন, এ এইচ এম এ শামীমুজ্জামান, মুহাম্মদ নূরুজ্জামান, এহতেশামুল হক শাওন, এইচ এম আলাউদ্দিন, আব্দুর রাজ্জাক রানা, মাকসুদ আলী, প্রবীর রায় ও নুর ইসলাম রকি প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh