৩ মাস পর সশরীরে ক্লাসে ফিরছে ইবি শিক্ষার্থীরা

অবশেষে ৮৪ দিন বন্ধ থাকার পর সশরীরে ক্লাসে ফিরছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। প্রায় তিন মাস পর আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা হয়।

ইবিতে গত ৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি ছিল। ছুটি শেষে দুইদিন ক্লাস চলার পর জুলাইয়ের শুরুতে ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের আলাদা আন্দোলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ইবিতেও বন্ধ হয়ে যায় একাডেমিক কার্যক্রম।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীরা হলে ফিরে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের পদত্যাগের ফলে সশরীরে ক্লাস শুরু হয়নি। সবশেষে ৮৪ দিন পর শিক্ষার্থীদের দাবি বিবেচনায় ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, আমরা সব বিভাগে চিঠি পাঠিয়েছি। বিভাগগুলো তাদের একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে সোমবার থেকে সশরীরে ক্লাস শুরু করতে পারবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh