অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ বঙ্গবন্ধু হল প্রশাসনের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে স্নাতকোত্তর সম্পন্নকারী অথবা নিয়মিত ছাত্রত্ব নেই, এমন শিক্ষার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে হলের সিট বাতিল করে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু হলের দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করা শিক্ষার্থীদের এবং যে সকল বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু নেই, সেই সব বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে এমন শিক্ষার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে হলে থাকার পাওনাদি পরিশোধ করে আসন বাতিল করতে হবে। এছাড়া, যারা আবাসিক শিক্ষার্থী নয় কিন্তু হলে অবস্থান করছেন, তাদেরও একই সময়ের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের ব্যতীত অন্যান্য সেশনের শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দের উদ্দেশ্যে আবেদন আহ্বানও করা হয়। এ আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করে, প্রয়োজনীয় কাগজপত্রসহ (সর্বশেষ সেমিস্টারের প্রকাশিত মার্কশিটের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি) আগামী ৮ অক্টোবরের মধ্যে হল অফিসে জমা দেয়ার কথা বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি দ্রুত কার্যকরী করতে বলা হয়েছে এবং শিক্ষার্থীদের হলে থাকা সংক্রান্ত নিয়মনীতি মানতে হবে। যারা নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তবে এ বিজ্ঞপ্তি প্রকাশের পর হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে নানাবিধ মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জোরপূর্বক দখল করে রাখা সিটগুলো মুক্ত হলে অনেক মেধাবী গরীব শিক্ষার্থী তাদের উপযুক্ত সুবিধাটুকু বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পাবে বলে অনেকে আশাবাদী। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh