রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না। এরপরও যদি কোনো শিক্ষার্থী জড়িত হন বিশ্ববিদ্যালয়ের প্রচলিত অধ্যাদেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলের ৫০৩ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ছাড়া কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি অথবা অন্য যে কোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবেন না। শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়মসমূহ যথাযথভাবে পালন করতে হবে। নিয়ম অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী।

ওই হত্যাকাণ্ডের পর ছাত্রলীগের বিরুদ্ধে নির্যাতনের বিভিন্ন অভিযোগ সামনে আনেন শিক্ষার্থীরা।

এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ১১ অক্টোবর এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট প্রশাসন।

ওই নিষেধাজ্ঞার মধ্যেই গত এপ্রিলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকে গভীর রাতে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করলে নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তখন বুয়েটে ছাত্র রাজনীতি ফেরানোর দাবিতে পাল্টা কর্মসূচি দেয় ছাত্রলীগ।

এরপর এক ছাত্রলীগ কর্মীর রিট আবেদনে হাই কোর্ট বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আদেশ স্থগিত করে দেয়। তাতে দেশের প্রকৌশল শিক্ষার শীর্ষ এ বিদ্যাপীঠে ছাত্র রাজনীতি চর্চায় বাধা কাটে।

গত জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জোরালো হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বুয়েট প্রশাসন নতুন সিদ্ধান্ত নিলো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh