নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:১১ পিএম
আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ১০:১৩ পিএম
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে ঢাকা সিটি কলেজে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমানের পদত্যাগ দাবি করে আসছেন আন্দোলনকারীরা।
আজ সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই নোটিশ দিয়ে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) একদিনের ছুটি ঘোষণা করেছেন। এতে তিনি ছুটির জন্য ‘অনিবার্য কারণ’ উল্লেখ করেছেন।
নোটিশে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আগামীকাল (২৯ অক্টোবর) কলেজের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।’
নোটিশটির অনুলিপি উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ শিক্ষক, কো-অর্ডিনেটর, পরীক্ষা কমিটি এবং অফিস সুপারিনটেনডেন্টকে পাঠানো হয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। যেখানে কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বিকেল ৩টার পর কলেজের মূল ফটক খুলে নিচতলায় কন্ট্রোল রুমে থাকা অধ্যক্ষ ও উপাধ্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।
এসময় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা দোতালায় উঠতে চাইলে সেনাবাহিনী ভেতর থেকে গেট বন্ধ করে দেয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh