সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ চাই: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, হাজারো রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আর সেই পেছনের ঘুঁণে ধরা বাংলাদেশে ফিরে যেতে চাইনা। আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ চাই।

গতকাল বুধবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলএম ২০২১-২২ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩৭ নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই নতুন বাংলাদেশের গঠনে তোমাদেরও অংশ নিতে হবে। নিজেদের দায়িত্ব পালন করতে হবে সততার সঙ্গে। নিজেদের সৎ না রাখলে প্রতিনিয়ত হৃদয়ের এবং বিবেকের সঙ্গে দ্বন্দ্বে ভুগতে হবে। লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতি ও সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নিজের জন্য নয়, পৃথিবীকে সুন্দর করতে হলে অন্যের জন্যও কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডল। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রফেসর ড. নূরুন নাহার, প্রফেসর ড. হালিমা খাতুন, প্রফেসর ড. মোঃ আনিচুর রহমান এবং প্রফেসর ড. মাকসুদা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আব্দুল করিম খান ও ড. আরমীন খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ ফারহা শারমিন বিন্দু এবং শাহরিয়ার কবীর রিমন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh