ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে আহবায়ক ও এ টি এম আব্দুল বারী ড্যানীকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
আজ বুধবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব একযোগে পদত্যাগ করায় সংগঠনটির কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। এই প্রেক্ষাপটে সংগঠনটির জীবন সদস্যরা গত ৩০ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় ডুয়া ফ্লোরে এক সাধারণ মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় সর্বসম্মতিক্রমে শামসুজ্জামান দুদুকে আহবায়ক এবং সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ টি এম আবদুল বারী ড্যানী ও নিলোফার চৌধুরী মনিকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিকে একটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়।
কমিটির সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশায় নিয়োজিত ডুয়ার জীবন সদস্যদের সাথে আলোচনা করে ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সাত্তার মিয়াজী, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম), এ এইচ এম শফিকুজ্জামান, অধ্যাপক মো. মোরশেদ হাসান খান, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আব্দুল্লাহ আল কাফি (রতন), আব্দুল খালেক, মেজবাহ উদ্দিন আলী, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, গাজী কামরুল ইসলাম সজল, মো. মোস্তাফিজুর রহমান, মো. সেলিমুজ্জামান সেলিম, মো. আলী হোসাইন ফকির, রেজাউল করীম মল্লিক, মো. আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, মোহাম্মাদ নিজামুল কবীর, মো. ইলিয়াস উদ্দিন খান, মোহাম্মাদ হাতেম, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. কামাল উদ্দিন জসীম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মুনশী শামস উদ্দিন লিটন, মো. বায়েজীদ বোস্তামী (অফিস), রশিদ আহমেদ (মামুন), মো. তহা, ড. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মাদ সাইফুল ইসলাম।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh