গভীর রাতে ছাত্রী হলে আগুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা আবাসিক হলে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে হল থেকে বের হওয়ার সময় অনেকেই আহত হয়েছেন।

বিবি খাদিজা হলের ৩০৬ নম্বর রুমে শর্টসার্কিটের কারণে নিচতলার বৈদ্যুতিক মিটার বক্সে আগুন লাগে। এতে বৈদ্যুতিক মিটার বক্সটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসকষ্টে দুজন অসুস্থ হয়ে পড়েন এবং তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষার্থীরা জানায়, হলের কক্ষগুলোতে শিক্ষার্থীরা বৈদ্যুতিক ওভেন, হিটার, ইন্ডাকশন কুকারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার করে। অনুমোদন না থাকা স্বত্বেও এসব ব্যবহারের কারণে বিভিন্ন সময় হলগুলোতে বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনা ঘটছে। ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক মিটার বক্স আগুন দেখতে পায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নিজেরাই আগুন নেভাতে চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা পর দমকল কর্মীরা আসলেও আগুন তখন নিয়ন্ত্রণে আনে শিক্ষার্থীরা।

বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মামুন অর রশিদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা শেষে হলে রাখা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ বিভাগ সংযোগ সচল রাখতে কাজ করছে। দ্রুত সংযোগ সচল হবে। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। যেহেতু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে তাই সব বিভাগের চলমান টার্ম ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে জানানো হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh