বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড থেকে সরালো শেখ মুজিবের নাম

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জোরালো দাবি জানিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করলেও নাম পরিবর্তনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এরই মধ্যে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের মডেল টাউনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা নতুন সাইনবোর্ড টানিয়েছেন স্থানীয় শিক্ষার্থীরা। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আরমান হোসেন ও সাদনান সাকিবসহ স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীরা জানান, আওয়ামী সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনা শেখ মুজিবের নামে অযৌক্তিকভাবে নওগাঁর এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছিল। অথচ অনেক আগে থেকেই এই বিশ্ববিদ্যালয় নওগাঁর নামে নামকরণের জন্য আমরা আন্দোলন করে এসেছি। তাই নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন এই সাইনবোর্ড টানানো হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আরমান হোসেন বলেন, নওগাঁয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার পর থেকে অসংখ্যবার রাজপথে নেমে নাম পরিবর্তনের দাবি নিয়ে আমরা কাজ করেছি। তবে ফ্যাসিস্ট হাসিনার আমলে সেটি সম্ভব হয়নি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের প্রতি নিজেদের অনুভূতির জায়গা থেকে নিজেরাই নতুন নামকরণ করে সাইনবোর্ড টানালাম। কাজটি করার পর থেকে অন্যরকম ভালোলাগা কাজ করছে। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে যাতে কেউ অপরাজনীতি না করে করতে পারে সে বিষয়েও আমরা সজাগ থাকব। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh