বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:০৫ এএম
আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১১:৩২ এএম
মাদক সেবনের সময় এক নারীসহ চার বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুবিপ্রবি) প্রক্টরিয়াল বডি।
গতকাল বুধবার (২০ নভেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্কুলের ভবনের পাশ থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার পাওয়া যায়। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃত চার বহিরাগতরা হলেন- সিয়াম চৌধুরী (১৯), আশিকুল ইসলাম সৈকত (১৯), শুভ (১৯) এবং আরিনা (২০)। তাদের সবার বাসা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নবীনবাগ এলাকায়।
জানা যায়, তারা রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন স্কুলের ভাবনের পাশে বসে গাঁজা সেবন করছিলেন। এসময় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রক্টরিয়াল বডি ক্যাম্পাস থেকে তাদেরকে আটক করেন।
এই বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, যেহেতু তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের কাছে সোপর্দ করেছি। বাকিটা তারা দেখবে। এখন থেকে মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh