দীর্ঘ ৪ বছর অচল থাকার পর ২০২৫ সালের জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রশাসন।
আজ রবিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সহযোগী অধ্যাপক প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, নানা ক্ষেত্র বিশেষে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলতে হয়। ডাকসু একটি ফরমাল জায়গা। ইতোমধ্যে যে কয়েকবার আমরা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসেছি, নানা সময়ে ডাকসু নিয়ে বিভিন্ন মতামত এসেছে। সেগুলো নিয়ে আমরা ভেবেছি, জানুয়ারি শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি করতে পারলে ভালো। মূলত আমরা আমাদের ভাবনাকে স্পষ্ট করেছি যেন প্রস্তুতিটি সেভাবে নিতে পারি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh