বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে সিএনজি ও মাহিন্দ্রা চালকরা। হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যাণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে শিক্ষার্থী আহত হওয়ার খবর বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রূপাতলী এলাকায় জড়ো হয়। এসময় একজন মাহিন্দ্রা চালক ও একজন সিএনজি চালককে আটকে রাখেন তারা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় আরো ১০ জনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থী রায়হান জানিয়েছেন, মোটরসাইকেলযোগে তিনি রূপাতলী এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। এসময় এক সিএনজি চালক তার মোটরসাইকেলের সাথে ধাক্কা দেয়। এ নিয়ে প্রতিবাদ করেন তিনি। ঘটনার সময় রূপাতলীতে শ্রমিকদের মিছিল হচ্ছিল। তখন ওই সিএনজি চালক শ্রমিকদের ডেকে আনেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয়ার পরও তারা তাকে মারধর করে।
এ বিষয়ে বরিশাল বিশ্ব বিদ্যালয়ে প্রক্টর এটিএম রফিকুল ইসলাম প্রশাসনের প্রতি সুদৃষ্টি রেখে বলেন, যত দ্রুত সম্ভব এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা তাদের দেয়ার কথাও জানান তিনি।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh