আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাবিতে মানববন্ধন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তার বেনজামিন টুডুর অপসারণ এবং নবনিযুক্ত পরিচালক হরেন্দ নাথ সিংয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পাহাড়ি ছাত্র পরিষদ এবং রাজশাহী মহানগর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় তারা, ‘ষড়যন্ত্রকারী বেনজামিন টুডুর অপসারণ চাই’, ‘আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই’ ‘আমরা আদিবাসী ‘বৃত্তির টাকা লোপাটকারী বেনজামিন টুডুর অপসারণ চাই’, ‘আদিবাসীদের জন্য নতুন ভূমি কমিশন গঠন করতে হবে’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড় বলেন, দীর্ঘদিন ধরে অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে আদিবাসী ছাত্ররা। হরেন্দ সিংয়ের বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ নিয়ে এসেছেন তাদেরকে আমরা ধিক্কার জানাই। বেনজামিন টুডুর ছত্রছায়ায় আপনারা যারা একজন যোগ্য ব্যক্তির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন তারা কিসের ভিত্তিতে এসব করেন আমাদের সব জানা আছে।

ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন বলেন, ৫ আগস্টের পূর্বের বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। স্বাধীনতা যুদ্ধে পাহাড়ি থেকে সমতল সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। দেশ স্বাধীন হওয়ার পরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য যখন সংসদে দাবি জানানো হয়েছিল শেখ মুজিবুর রহমান তা প্রত্যাখ্যান করেছিলেন। বর্তমান সময়ে দেশের সংস্কারের যে বন্দোবস্ত চলছে সেখানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। হরেন্দ নাথ সিং আওয়ামী ফ্যাসিবাদি সময়ের নির্যাতনের শিকার একজন মানুষ। স্বাধীন দেশে সবাই মত প্রকাশের অধিকার রাখে এবং নিজস্ব মতাদর্শ লালন করতে পারে। হরেন্দ নাথ সিং জাতির অধিকার আদায়ে সংগ্রামে অংশ নিয়েছেন। তার বিরুদ্ধে যেসব মিথ্যা আনা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই।

আদিবাসী যুব পরিষদের  রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস বলেন, আমরা যদি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই তবে এই বাংলাদেশের সবাইকে স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাহাড়ে যেসব হামলা হয়েছে তার বিচার করতে হবে। পাহাড়ে যে ভূমি সমস্যা রয়েছে সেজন্য ভূমি কমিশন গঠন করতে হবে।আদিবাসীদের জন্য আমরা একটি কালচারাল একাডেমি চেয়েছিলাম। সেই একাডেমির নাম দেওয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমি। যার ফলে আদিবাসীরা সেখানে সম্পৃক্ত হতে পারছেন না। আমরা দাবি জানাই এর নাম আদিবাসী কালচার একাডেমি করা হোক।

আদিবাসী ছাত্র পরিষদ (রাবি) সদস্য স্বপন তিগ্যা এর সঞ্চালনায় বক্তব্য দেন, জাতিয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির-দপ্তর সম্পাদক নকুল পাহান,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি  ছাত্র পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি  বিজয়  চাকমা, আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমার উরাং।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh