অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম
আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম
সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত শিক্ষকদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিবরণী সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলমের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারি কলেজের শিক্ষকদের সম্পদ বিবরণী সরাসরি মাউশিতে জমা দিতে হবে। পাশাপাশি প্রাপ্ত সম্পদ বিবরণী মাউশিকে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে (আইনানুযায়ী সবাই কর্মচারী) প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত ছকে (ফরম) নিজ নিজ মন্ত্রণালয় বা দফতরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। সারা দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মচারী রয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh