রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে শহিদ আবু সাঈদ কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এই কর্ণারের উদ্বোধন করেন বেরোবি উপাচার্যয প্রফেসর ড. মো. শওকাত আলী।
এসময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রেজারার প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম, বেরোবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. তানজিউল ইসলাম, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান, উপ- গ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বেরোবি উপাচার্র্য প্রফেসর ড. মো. শওকাত আলী তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শহিদ আবু সাঈদ কর্ণার সৃষ্টির মাধ্যমে জুলাই বিপ্লবের বীরত্বগাঁথা ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। আগামী দিনে লাইব্রেরিতে পড়তে আসা শিক্ষার্থীরা শহিদ আবু সাঈদের অবদান সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় ঢাবি ট্রেজারার প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী শহিদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারলে আবু সাঈদসহ সকল শহিদের আত্মত্যাগ সার্থক হবে। দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের জুলাইয়ে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh