অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, ‘সারা জাতি যদি সোচ্চার থাকি এবং প্রেশার রাখতে পারি, তাহলে শেখ হাসিনাকে ঠিকই দেশে আনা হবে। তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছেন, ঠিক তেমনি অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকারের প্রধান দায়িত্ব হবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা।’ তিনি বলেন, এর জন্য যত রকমের আন্তর্জাতিক চাপ তৈরি করা যায়, সেটা অন্তর্বর্তীকালীন সরকার করছে।’
আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘জুলাইয়ের যে মহৎ বিপ্লব, সেই বিপ্লবের বড় একটা জিনিস হলো আমরা রাষ্ট্রসংস্কার করতে চাই। সেই সংস্কার আমরা করছি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস দেখছি যে এমন কিছু কাজ হচ্ছে, যেখানে মানুষ ভাবছে আমাদের বিপ্লবটা কি বেহাত হয়ে গেল।’ তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব বেহাত হয়নি। জুলাই বিপ্লব তার যে আকাঙ্ক্ষা তৈরি করেছিল, সে রকমই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে।’
জন–আকাঙ্ক্ষার বাংলাদেশে পুলিশের ভূমিকা নিয়ে শফিকুল আলম বলেন, ‘পুলিশ কি আগের মতোই থাকবে? পলিটিক্যাল গভর্নমেন্টের হয়ে খুনখারাবি করবে? মানুষের এগেনেস্টে ফেক কেস দিয়ে হ্যারাস করবে? নাকি পুলিশ হবে বাংলাদেশের মানুষের বন্ধু। সেটা নিয়েও কাজ করা হচ্ছে।’ বর্তমান সরকার রাষ্ট্রসংস্কারের কাজে অনেকগুলো উন্নয়ন ঘটিয়েছে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, ‘বিশেষ করে প্রতি মাসে অর্থনীতিতে উন্নয়ন, যা একটি দেশের জন্য অনেক বড় অর্জন।’
বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের চেয়ারম্যান মো. রশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য নকীব মো. নসরুল্লাহ। এ ছাড়া সেমিনারে আলোচক ছিলেন বাসসের বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে সংযুক্ত এস এম রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সভাপতি তাইমুল হক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেখ হাসিনার বিচার প্রেস সচিব ইবি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh