আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
আজ শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। পরীক্ষার শুরুর এক ঘণ্টা আগেই লাইনে দাঁড়িয়ে একজন একজন করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস ও ঘড়িসহ কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বগুড়া থেকে পরীক্ষা দিতে আসছেন মারিয়া খাতুন ঈশিতা। তিনি বলেন, পরীক্ষা দিতে এসেছি একাই। বেশ ভয় লাগছে। জীবনের বড় একটা ধাপ এটা। সেই সাথে দীর্ঘদিনের পরিশ্রম, তাই উচ্ছ্বসিত ও শঙ্কিত।
নওগাঁ থেকে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু আশিকুর রহমান বলেন, বাড়ি থেকে এসেছি ভোরে। বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ায় সুবিধা হয়েছে অনেক। আর পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালো, পরীক্ষা দিলে বলতে পারবো কি হবে।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসাইন বলেন, ঢাবির কলা অনুষদের পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আজকের পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিএনসিসিসহ স্বেচ্ছাসেবকরা কাজ করছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh