রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

মেডিকেল কলেজ শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘাতময় অপ্রীতিকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাঙ্গামাটি মেডিকেল কলেজ (রাঙ্গামেক) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়াদ শরীফ সিরাজকে দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে শাখা ছাত্রলীগের এই নেতাকে আজীবনের জন্য কলেজ ছাত্রাবাস থেকেও বহিষ্কার করা হয়েছে।

এছাড়া একই অভিযোগে শাখা ছাত্রলীগের আরো পাঁচ নেতাকে ৩ মাসের জন্য রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ শান্তি কার্যকর হবে বলে জানিয়েছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রশাসন।

ছাত্রাবাস থেকে বহিষ্কৃত পাঁচ ছাত্রলীগ নেতা হলেন- শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিক্রম আদিত্য চাকমা (সেশন ২০২০-২১), সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন (সেশন ২০২১-২২), সাংগঠনিক সম্পাদক সৃজন কান্তি দে (সেশন ২০২২-২৩, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ কুমার বৈদ্য (সেশন ২০২২-২৩) এবং সাংগঠনিক সম্পাদক সিং সিং এ মং মারমা (সেশন ২০২২-২৩)।

গত রবিবার (২৬ জানুয়ারি) রাঙ্গামাটি মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ও সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. হাবিবুল ইসলাম চৌধুরীর সই করা এক নোটিসে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নোটিসে বলা হয়েছে, রাঙ্গামাটি মেডিকেল কলেজে ১৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘটিত সংঘাতময় অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা কতিপয় ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তদন্তকালে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করেন, যা ১০ম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh