ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর করা রিটের শুনানি শেষে আদালত রুলসহ এ আদেশ দেন।
গত ৮ ফেব্রুয়ারি ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় আবার পরীক্ষা নেওয়ার জন্য ভিসির কাছে ২০ ফেব্রুয়ারি আবেদন করেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পেয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ঐ শিক্ষার্থী।
রিটে রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। গত ২০ ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh