চাঙ্গা পুঁজিবাজারে বাড়ছে লেনদেন

সপ্তাহের শেষদিন বুধবার (১০ জুন) বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে। এদিন বস্ত্র ও মিউচ্যুয়াল ফান্ড খাতের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।

লেনদেনের শুরতেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট।

এ সময় ডিএসইতে লেনদেন হয়েছে ২২২ কোটি ১৩ লাখ ৪২ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট+ বেড়ে এক হাজার ৩০০ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৮১ লাখ ২৭ হাজার টাকার। সিএসইর প্রধান সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //