পুঁজিবাজারে শেয়ারের দাম বাড়লেও লেনদেনে ধীরগতি

সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।

দিনের শুরুতেই লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্য সূচক বাড়লেও লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকা।

এদিন লেনদেনের শুরুতে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়।

তবে লেনদেনের সময় ১০ মিনিট পার হওয়ার পর কিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। এতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও কমে।

লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১১ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২১টির। আর ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ২৫ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ছয় কোটি ৬৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১৪৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //