সূচকের উত্থান, তবুও শেয়ার ক্রয়ে আগ্রহ কম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) শেয়ারবাজারে সূচকের বড় উত্থান ঘটেছে। সেই সাথে বেড়েছে লেনদেনের পরিমাণও। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার ক্রয়ে কোনো আগ্রহ দেখায়নি বিনিয়োগকারীরা।

গতকাল দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্যসূচক বাড়ার দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৫১ কোটি ৯০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৭৮ লাখ টাকা।

বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৮টির। বিপরীতে দাম কমেছে ছয়টির। আর ২২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ প্রায় ৭০ শতাংশ শেয়ার ক্রয়ে আগ্রহ দেখায়নি বিনিয়োগকারীরা।

ডিএসইতে টাকার অঙ্কে সবথেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১৯ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে সাত কোটি তিন লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭টির এবং ৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //