সূচকের উত্থানে চাঙ্গা পুঁজিবাজার, বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেন্দেন শেষ হয়েছে। বেড়েছে শতাধিক কোম্পানির শেয়ারের দাম। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় শেয়ার লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

সূত্র মতে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে লেনদেন শেষে ৬ হাজার ২৭৬ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক ডিএসইএস ৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫৮ পয়েন্টে দাড়িয়েছে।

ডিএসইতে আজ মোট ১ হাজার ১৭৬ কোটি ৯৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১২৬টি কোম্পানির। বাকি ২২৭টি কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে। ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //