সাভারে চলন্ত ট্রাকে আগুন

সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্রান্সপোর্ট এজেন্সির চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে ট্রাক ও এতে থাকা বিপুল পরিমাণ স্টেশনারিজ, গাড়ির টায়ার ও ইলেকট্রিক পণ্যসহ আনুমানিক প্রায় ৭-৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, গতকাল রাতে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে ট্রাকটি বিপুল পরিমাণ স্টেশনারিজ, গাড়ির টায়ার ও ইলেকট্রিক পণ্যসহ বিভিন্ন মালামাল পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ এর পেছনের অংশে আগুন ধরে যায়। আগুন পরবর্তীতে দ্রুত পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাক ও এতে থাকা আনুমানিক প্রায় ৭-৮ লাখ টাকার সমস্ত মালামাল পুড়ে যায়।

তিনি আরো জানান, পুড়ে যাওয়া ট্রাকটি মহানগর ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের হয়ে রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে পণ্য পরিবহন করে থাকে। গতকাল রাতে ট্রাকটি পাবনার বেশ কিছু ব্যবসায়ীর বিভিন্ন ধরণের পণ্য পরবহন করছিল। তাই নিশ্চিত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ইঞ্জিনের ওভার হিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //