মিরপুরের রূপনগর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।

আজ বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানিয়েছেন।

তিনি বলেন, রূপনগরের রজনীগন্ধার পেছনের বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

তিনি আরো জানান, প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। এখন পর্যন্ত ২২টি ইউনিট সেখানে কাজ করছে। ফায়ার ফাইটারদের সঙ্গে সাধারণ মানুষও আগুন নেভাতে কাজ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বস্তিতে আগুন লাগার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এতে বস্তির প্রায় কয়েকশ’ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বস্তিবাসী নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। অনেককেই আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়।

রূপনগর বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে গতবছর আগস্টে ও চলতি বছর জানুয়ারিতে দুই দফা অগ্নিকাণ্ড ঘটে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //