আশকোনা ক্যাম্পে বিক্ষোভ ইতালি ফেরত বাংলাদেশিদের

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেনটাইনে পাঠানো ইতালি ফেরত ১৪২ প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করছেন। 

হজ ক্যাম্পের অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা কোয়ারেনটাইনে থাকবেন না বলে জানিয়ে বিক্ষোভ করছেন।

আজ শনিবার (১৪ মার্চ) সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছনোর পরেই তাদের কোয়ারেনটাইনের জন্য আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়। এরপর তাদের ক্যাম্পের বাইরে রেখে ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়।

পুলিশ ও আনসারের উপস্থিতিতেই তারা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে কোনো চিকিৎসক বা স্বাস্থ্য কর্মকর্তা পৌঁছেননি। এমনকি তাদের কোনো খাবারও সরবরাহ করা হয়নি।

তারা বলছেন, তাদের জ্বর বা কাশির মতো কোনো লক্ষণ নেই। 

হজ ক্যাম্পের প্রধান গেটে এসে বিক্ষোভ ও গেট ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেষ্টা করেন এবং প্রশাসনের অবহেলার বিরুদ্ধে স্লোগান দেন।

ইতালি ফেরত এক বাংলাদেশি বলেন, আমরা ইতালিতে একবার টেস্ট করে এসেছি। শাহজালাল বিমানবন্দরে আমাদের মধ্যে কোনো উপসর্গ ছিল না। এরপরও কেন আমাদের কোয়ারেনটাইনে রাখা হলো এটা বুঝতে পারছি না। এছাড়া ক্যাম্পের ভেতরের পরিস্থিতি থাকার মতো নয়।

১০ মিনিট বিক্ষোভের পর পুলিশ তাদের ভেতরে সরিয়ে নেয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //