স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজার মার্কেট ও ফ্যাশন আউটলেট বন্ধ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর বঙ্গবাজার মার্কেট ও ধানমন্ডির দুটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে গুলিস্তান এলাকার বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেয়া হয়। 

রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উপ-কমিশনার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) এইচ এম আজিমুল হক এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে স্থানীয় ফ্যাশন ব্র্যান্ড অরণ্য ও ভাইভিইর ধানমন্ডির দুটি দোকান বন্ধ করে দেয়া হয় বলে রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি জানান।

তিনি বলেন, দোকানে তারা কোনো টানেল তৈরি করেনি বা স্প্রে ফটকও তৈরি করেনি। এছাড়া হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে তাও যথেষ্ট মনে হয়নি। দোকান কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে খুলে দেয়ার অনুমতি দেয়া হবে।

এর আগে রবিবার ‘এআরএ সেন্টার’ ও ‘এডিসি ইমপায়ার’ নামে দুটি মার্কেট বন্ধ করে দেয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে সোমবার তা খোলার অনুমতি দেয়া হয়।

দেশে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় দেড় মাস ধরে ধাপে ধাপে সাধারণ ছুটি বাড়ানোর পর ঈদ সামনে রেখে সরকার রবিবার থেকে বিপণী বিতান খোলার অনুমতি দিয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সুরক্ষামূলক বেশকিছু শর্ত মেনে বিকাল ৪টা পর্যন্ত বিপণী খোলা রাখা যাবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //