মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ১০৯ গ্রেফতার

সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

চলতি মাসের প্রথম দিন থেকে আজ বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশের পর সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে সারাদেশে ৫১টি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আইজিপি যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চলতি মাসের শুরুর দিকে আইজিপি যানবাহনে চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে সড়ক ও পরিবহন মালিক শ্রমিক নেতাদের সাথে পুলিশ সদর দফতরে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হন। আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ও তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে।

যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //