ঢাকা শহরে অবৈধ বিলবোর্ড থাকবে না: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় কোনো অবৈধ বিলবোর্ড থাকবে না বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র আতিক এয়ারপোর্ট এলাকা পরিদর্শ একটি বিলবোর্ড দেখিয়ে বলেন, ‘এয়ারপোর্ট থেকে বের হলেই কুৎসিত এই বিলবোর্ডটি দেখা যায়। এরকম কুৎসিত একটি বিলবোর্ড এখানে মোটেই কাম্য নয়। এই বিলবোর্ডটি অবৈধভাবে ১৬ বছর ধরে এখানে আছে। শহরে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। বিদেশিরা বিমানবন্দর থেকে নেমেই এই বিলবোর্ড দেখে বাংলাদেশ সম্পর্কে এবং ঢাকা শহর সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। কোনো ধরনের অবৈধ বিলবোর্ড এই শহরে দেখতে চাই না। পর্যায়ক্রমে সব অবৈধ বিলবোর্ড নামানো হবে।’

আজ বুধবার (২ সেপ্টেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলচত্বরের পুলিশ বক্সের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনাকালে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ উচ্ছেদ অভিযানে ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ নেতৃত্ব দেন। এ সময় পুলিশ বক্সের কাছে একটি বিশাল অবৈধ বিলবোর্ড এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।

মেয়র আরো বলেন, ‘যতো ক্ষমতাধরই হোক না কেনো আমি কাউকে ছাড় দিবো না। আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বিলবোর্ড অপসারণ করতে পারবো না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়? আমি সকল অবৈধ বিলবোর্ড অপসারণ করবো। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই, কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না। এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। যতো ক্ষমতাধর আছেন তাদের সবার ছবি এখানে লাগানো হয়। যারা এ ধরনের অবৈধ বিলবোর্ড দিয়ে রাজনৈতিক পরিচয় দিচ্ছেন এটি মোটেই কাম্য না। আমরা নিজের ক্যাম্পেইন করবো, কিন্তু শহরকে ক্ষতি করে না। শহরকে ক্ষতি করে নিজেকে প্রতিষ্ঠিত করবো না।’

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈম এবং ১৭ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //