পানি নিষ্কাশনের কাজ সিটি করপোরেশনকে দেয়ার সুপারিশ

ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব সিটি করপোরেশনকে দেয়ার সুপারিশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি দাবি করেন, এই কাজ সিটি করপোরেশনের হাতে ন্যস্ত হলেই সুবিধা পাবে নগরবাসী।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এ সুপারিশ করেন।

মন্ত্রী বলেন, এই কাজ ওয়াসা করুক সেটা আমি রিকমেন্ড করি না। ওয়াসার চেয়ে সিটি করপোরেশন এই কাজ ভালোভাবে করতে পারবে। 

তিনি বলেন, তবে এই কাজ করতে গিয়ে ওয়াসার কিছু সক্ষমতা অর্জিত হয়েছে। সিটি করপোরেশনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হলে ওয়াসার কাছ থেকে তাদের সেই সক্ষমতা গ্রহণ করা উচিত।

সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ও স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালউদ্দিন আহমদ প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //