গ্যারেজে ঢুকে সহোদরকে চাপা দিলো বাস

খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের মধ্যে ঢুকে পড়া বাসের চাপায় দুই সহোদর নিহত হয়েছেন। এতে গুরুতর আহত তাদের মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে চুকনগর-যশোর সড়কের শুকুর আলির বাড়ির সামনের একটি গ্যারেজে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাব্বির হোসেন (১৫) ও রাকিবুল হাসান (৫)। তারা উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সাব্বির হোসেন, তার ছোট ভাই রাকিবুল হাসান ও তাদের মা ভ্যানে করে চুকনগর বাজারে আসেন। ভ্যানটি মেরামত করতে সড়কের পাশে একটি গ্যারেজে নিয়ে যান। এ সময় যশোর থেকে চুকনগরগামী (ঢাকা মেট্রো-১৪-১৩০০) দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর ঢুকে তাদের চাপা দেয়। এতে রাকিবুল হাসান (৫) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত বড় ভাই সাব্বির হোসেনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //