কিশোরীকে আটকে যৌন ব্যবসা: নারী কাউন্সিলর গ্রেফতার

গাজীপুরে নিজের বিউটি পার্লারের এক কিশোরী কর্মীকে বাসায় আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় আত্মীয়ের বাসা থেকে শুক্রবার গভীর রাতে রোকসানা আহমেদ রোজিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন শনিবার (২০ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন।

ভুক্তভোগী কিশোরী মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে।

এতে গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজি ছাড়াও নুরুল হক নামের এক জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরো কয়েকজনকে।

এজাহারে বলা হয়েছে, চার মাস আগে মোটা অঙ্কের বেতনের আশ্বাস দিয়ে কাউন্সিলর রোজি তার বিউটি পার্লারে ওই কিশোরীকে চাকরি দেন। পরে বাসন থানার নলজানী গ্রেটওয়াল সিটিতে কাউন্সিলরের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে গৃহকর্মী হিসাবে কাজ করাতেন। ১৩ ও ১৫ ফেব্রুয়ারি ওই ভাড়া বাসায় এক লোকের সঙ্গে কিশোরীকে যৌনকর্মে বাধ্য করেন রোজি। নারী কাউন্সিলর তাকে সেখানে আটকে রেখে নানাভাবে ভয় দেখাতেন। তবে একপর্যায়ে কৌশলে সে পালিয়ে গিয়ে মামলা করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় রহমান শপিংমলে ওই নারী কাউন্সিলরের মালিকানাধীন আনন্দ বিউটি পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে যৌন ব্যবসা চালানো হচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //